১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশী যুবকের লাশ কলকাতার জলাশয় থেকে উদ্ধার!

- প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সায়েন্স সিটি এলাকার একটি জলাশয় থেকে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে পড়ে ছিল ওই লাশটি।

পুলিশ লাশ উদ্ধারের পর নিহত ব্যক্তি বাংলাদেশী বলে শনাক্ত করেছে। তবে তিনি কিভাবে ওই এলাকায় গেলেন, কিভাবে তার মৃত্যু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলেন। উঠেছিলেন নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন যুবক, তা-ও জানা যায়নি।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, ওই যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার দিকে হঠাৎই ওই জলাশয়ে ঝাঁপ দেন ওই যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।

স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। অন্যকোনো আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে যুবকের পরিচয়। বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া


আরো সংবাদ



premium cement
এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক

সকল