১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এম সি ইনস্টিটিউট ফ্রান্সের সভাপতি-সম্পাদক-কোষাধ্যক্ষ পদে বদরুল-আরিফুজ্জামান-হাসান নির্বাচিত

এম সি ইনস্টিটিউট ফ্রান্সের সভাপতি-সম্পাদক-কোষাধ্যক্ষ পদে বদরুল-আরিফুজ্জামান-হাসান নির্বাচিত - সংগৃহীত

আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট ফ্রান্স -এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন ২০২৪ স্থানীয় সময় বিকেল ৪টায় প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সদস্যদের সরাসরি ভোটে আগামী তিন বছরের জন্য বদরুল বিন হারুন সভাপতি, মুহাম্মদ আরিফুজ্জামান সাধারণ সম্পাদক ও হাসান হক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ মাহবুব হোসাইন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুস সালাম মামুন।

নির্বাচনোত্তর সভায় নব নির্বাচিত নেতৃবৃন্দ ও উপস্থিত মেহমানবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফ্রান্সে বাংলাদেশীদের পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাই। প্রবাসীদের ছেলে-মেয়েদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য এমন একটি প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন ছিল; যা এই প্রতিষ্ঠান পূরণ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ব্যাক্তি, সমাজ, দেশকে উন্নয়ন করতে হলে নৈতিক শিক্ষার পরিবেশ তৈরী করা সময়ের দাবি। আদর্শীক শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে। এই দ্বীনি প্রতিষ্ঠানে ছেলে-সন্তানদের পাশাপাশি মেয়ে সন্তানদের ভর্তি করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এম সি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ হাসান হক, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স -এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মমিন শরীফ, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স -এর সহ-সভাপতি লুৎফর রহমান, ওভারভিলা মসজিদের সভাপতি সালেহ আহমেদ, কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ নুরুল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুস সালাম মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহামদ মাহবুব হোসাইন, ডা: হাবিবা বেগম, সাহেনা আক্তার, তোফায়েল আহমেদ জয়নুল, আব্দুল সালাম, মুসলিম উদ্দিন, হাফিজ উদ্দিন, মোহাম্মদ জালাল উদ্দিন ও মোহাম্মদ হাবীব আলম প্রমুখ।

উল্লেখ্য, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোর ও বয়স্ক নারী-পুরুষদের মাঝে ইসলামের নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা জাগ্রত রাখার মহৎ উদ্দেশ্য সামনে রেখে ২০১৬ সালের ১০ মার্চ ফ্রান্সে বসবাসরত একদল নিবেদিত ও সাহসী মানুষের প্রচেষ্টায় যাত্রা শুরু করে এম সি ইনস্টিটিউট ফ্রান্স।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

সকল