২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার দাবি মেনে নেয়ার আহ্বান জেলেনস্কির

- ছবি - ইন্টারনেট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি কিয়েভকে রাশিয়ার একেবারে ভেতরে সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে বিমান ঘাঁটিগুলোতে আঘাত হানার অনুমতি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

খারকিভে ভয়াবহ হামলার পর রোববার তিনি এ আহ্বান জানিয়েছেন।

খবর এএফপি’র।

জেলেনস্কি তার নিয়মিত ভাষণে বলেন, ‘এই সন্ত্রাসের মোকাবেলা কেবলমাত্র একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমেই সম্ভব। রাশিয়ার সামরিক বিমান ধ্বংসে দূরপাল্লার সমাধান এক্ষেত্রে একটি ভিত্তি হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি থেকে আসা যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’

এর আগে রুশ বাহিনী খারকিভের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এ নগরীতে মস্কোর একের পর এক হামলার এটি সর্বশেষ ঘটনা। সেখানে রাশিয়ার হামলায় আগুন ধরে যায়। পরে দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একজন বয়স্ক নারীর লাশ উদ্ধার করেছে। সেখানে হামলার ঘটনায় ৪২ জন আহত হয়েছে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement

সকল