২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খারকিভে রাশিয়ার হামলায় নিহত ৬, ইউক্রেনের হামলায় বেলগরোদে নিহত ৫

বেলগরোদে হামলার চিত্র। - ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ।

টেলিগ্রামে সিনেগুবভ লিখেছেন, বেলগরোদ অঞ্চল থেকে গাইডেড বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি ১২ তলা ভবনসহ পাঁচটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী রয়েছে বলে জানিয়ে গভর্নর বলেন, আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইউক্রেনের স্টেট সার্ভিস ফর ইমার্জেন্সিস জানিয়েছে, উদ্ধারকর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

অপরদিকে, রাশিয়ার বেলগরোদ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বেলগরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ শুক্রবার সন্ধ্যায় তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্লাদকভ বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করে বেলগরোদ শহর এবং এর আশেপাশের অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।

গভর্নর বলেন, ‘হামলায় ঘটনাস্থলেই এক নারী ও চারজন পুরুষের মৃত্যু হয়।’

তিনি বলেন, হামলায় ছয় শিশুসহ মোট ৩৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য বেলগরোদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক ও তিনটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

গ্লাদকভের মতে, এই হামলার ফলে বেলগরোদে ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বেলগরোদ শহরের দক্ষিণে অবস্থিত ডুবোভয় গ্রামের একটি শপিং সেন্টারের কাছে ১৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি বাড়ি, একটি গাড়ি ও একটি গ্যারেজে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

সূত্র : সিনহুয়া/ইউএনবি)


আরো সংবাদ



premium cement