কুরস্কে পরমাণু হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করলেন আইএইএ প্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ আগস্ট ২০২৪, ২১:৫৮
রাশিয়ার কুরস্ক অঞ্চলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘাতের কারণে সেখানে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে কুরস্ক অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন এবং বর্তমান সমস্যা সমাধানে রুশ সহকর্মীদের সাথে কাজ করার অঙ্গীকার করার পর গ্রোসি বলেন, ‘এখানে পরমাণু হামলার স্পষ্ট ঝুঁকি রয়েছে।’
বিদ্যুৎকেন্দ্রের ড্রোন হামলার চেষ্টার বিষয়ে তাকে অবহিত করা হয়েছিল জানিয়ে গ্রোসি বলেন, তিনি ব্যক্তিগতভাবে সেখানে হামলার চিহ্ন দেখেছেন।
এর আগে শুক্রবার রাশিয়া অভিযোগ করে যে, ইউক্রেন কুরস্ক পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করছে। সেখানে যেসব ড্রোনের ভাঙা টুকরোগুলো পাওয়া যায়, সেগুলো বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি স্টোরেজ থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিল।
গ্রোসি বলেন, পরমাণু নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইএইএ বিভিন্ন প্রযুক্তিগত পদক্ষেপের প্রস্তাব দিতে পারে।
তিনি বলেন, জাতিসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কোম্পানি রোসাটম, দেশটির সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠা করেছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা