২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এথেন্সে ভয়াবহ দাবানলে ১ লাখ একর এলাকা পুড়ে ছাই

এথেন্সে ভয়াবহ দাবানলে ১ লাখ একর এলাকা পুড়ে ছাই - ছবি : ইউএনবি

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরতলী ও বৃহত্তর অ্যাটিকা অঞ্চলে ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে।

এথেন্সের ন্যাশনাল অবজারভেটরির প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় এক লাখ একর বনভূমি ও কৃষিজমি পুড়ে গেছে।

সোমবার সন্ধ্যা নাগাদ দাবানল ছড়িয়ে গিয়ে রাজধানীর শহরতলিতে চলে আসে। এর আগে রোববার বিকেলে এথেন্স শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এ দাবানলের ঘটনা ঘটে।

দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সাত শতাধিক দমকলকর্মী, সামরিককর্মী, স্বেচ্ছাসেবক, ৩৫টি পানি নিক্ষেপকারী বিমান ও হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

তবে, সোমবার রাত পর্যন্ত আরো বেশ কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

ফায়ার ব্রিগেডের এক মুখপাত্র জানান, দাবানলে তিনজন দমকলকর্মীসহ মোট ৩৫ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন।

তিনি আরো বলেন, দাবানল ছড়িয়ে যেতে থাকায় জনবসতি খালি করতে কমপক্ষে ৩০টি জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এথেন্সের কিছু জায়গায় ধোঁয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় সেসব এলাকার বাসিন্দাদের বাড়িতে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও শহরতলিতে থাকা কারখানাগুলোর বিষাক্ত পদার্থ দাবানলের আগুনের ধোঁয়ায় মিশে যাওয়ায় দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে যাতে শ্বাসকষ্টের সমস্যায় না পড়তে হয়।

স্যাটেলাইট ছবির বরাত দিয়ে গ্রিসের বিজ্ঞানীরা জানিয়েছেন, দাবানলের ধোঁয়া অ্যাটিকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে ছড়িয়ে পড়েছে।

চলতি মৌসুমের শুরু থেকেই দেশজুড়ে প্রতিদিন দাবানলের সাথে লড়াই করছেন গ্রিসের দমকল কর্মীরা। প্রতি গ্রীষ্মে দেশটিতে ঘন ঘন দাবানলের ঘটনা ঘটে। গত বছর দাবানলে ২০ জনের মৃত্যু হয়। এ বছর এখন পর্যন্ত দাবানলে দুইজন প্রাণ হারিয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড আদালতে আ’লীগ নেতার ওপর ডিম নিক্ষেপ, কারাগারে প্রেরণ

সকল