রাশিয়ায় ঢুকল ইউক্রেনের কয়েক হাজার সেনা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ আগস্ট ২০২৪, ২২:৩৩
রাশিয়ায় ইউক্রেনের কয়েক হাজার সৈন্য প্রবেশের কথা স্বীকার করেছে রাশিয়া। আজ রোববার (১১ আগস্ট) তারা এই কথা স্বীকার করে।
এপির খবরে বলা হয়েছে, ছয় দিন আগে রাশিয়ার কুরস্ক শহরে প্রবেশ করেছিল ইউক্রেনীয় সৈন্যরা। সীমান্তবর্তী এ অঞ্চলে ট্যাংকসহ ভারী অস্ত্র নিয়ে যায় তারা। এই হামলার লক্ষ্য হলো রাশিয়াকে অস্থিতিশীল করা এবং তাদের দুর্বলতা প্রকাশ করা।
রাশিয়ায় হামলার ব্যাপারে ইউক্রেনীয় এই কর্মকর্তা বলেছেন, ‘আমরা আক্রমণাত্মক অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য হলো শত্রুদের অবস্থান ছড়িয়ে দেওয়া, সর্বোচ্চ ক্ষতি সাধন করা এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করে দেওয়া। তারা তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করতেই ব্যর্থ।’
ছয়দিন আগে ইউক্রেন হামলা চালালেও আজ রোববার (১১ আগস্ট) রাশিয়া এটি স্বীকার করেছে। দেশটি জানিয়েছে, সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরের অঞ্চলে ইউক্রেনের সেনাদের অস্ত্র ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সূত্র : এপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা