ফ্রান্স থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার আলজেরিয়ার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ জুলাই ২০২৪, ১৪:৫১
ফ্রান্স থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে আলজেরিয়া। মঙ্গলবার তাকে প্রত্যাহার করা হয়। তবে কূটনৈতিক সম্পর্ক বহাল রাখার জন্য একজন চার্জ ডি অ্যাফেয়ার্স নিয়োগ দেবে দেশটি।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিম সাহারা অঞ্চলে দ্বন্দ্ব নিরসনে স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়েছে মরক্কো। এর সমর্থন জানিয়েছে ফ্রান্স। এতে ওই অঞ্চলের নাগরিকদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে ফ্রান্স উপেক্ষা করেছে বলে আলজেরিয়ার অভিযোগ। সেই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
এক বিবৃতিতে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মরক্কোর প্রস্তাবে সমর্থন দিয়ে ফ্রান্স সাহারা অঞ্চলের নাগরিকদের আত্মনিয়ন্ত্রণের অধিকার উপেক্ষা করেছে। সেজন্য অবিলম্বে ফরাসি প্রজাতন্ত্র থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। তবে কূটনৈতিক সম্পর্ক দেখার জন্য চার্জ ডি অ্যাফেয়ার্স নিয়োগ করেছে।
বিবৃতিতে বর্তমান ফরাসি প্রশাসনের দূরদর্শিতা এবং তার কর্মের ফলাফলের মূল্যায়নের অভাবের জন্য সমালোচনা করা হয়েছে।
উল্লেখ্য, পশ্চিম সাহারার ইস্যুটি ১৯৭৫ সালে শুরু হয়। তখন এই অঞ্চলে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। পরে ১৯৯১ সালে যুদ্ধবিরতি চুক্তি না হওয়া বিরোধটি মরক্কো এবং পলিসারিও ফ্রন্টের মধ্যে সশস্ত্র শত্রুতায় উপনীত হয়। মরক্কো তার সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারায় স্ব-শাসনের একটি বর্ধিত রূপের প্রস্তাব করে। কিন্তু আলজেরিয়া-সমর্থিত পলিসারিও ফ্রন্ট স্ব-নিয়ন্ত্রণের উপর একটি গণভোটের পক্ষে সমর্থন করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা