ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেবে যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুলাই ২০২৪, ১৭:৪১
ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হবে। কারণ, অতীতে এই সিস্টেমই ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ সুরক্ষা দিয়েছিল।
বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বাইডেনকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি আবেদন করেন, যেন আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোকেও তাদের দ্রুতি এই সিস্টেম সরবরাহ করে।
এ সময় রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের আরো সাহায্য প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে জেলেনস্কি এও আবেদন করেন যে মার্কিন নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেয়া হয়। শুধু আমেরিকাই নয়, এ প্রস্তাবে সমর্থন দেয়ায় জার্মানি, রোমানিয়া, ইতালি ও নেদারল্যান্ডসকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেছেন, এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা