ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুলাই ২০২৪, ১৬:৫৬
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এবং কৃষ্ণ সাগর বন্দর ওডেসাতে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছে। বুধবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলা শুরু করার পর থেকে ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা রাতে এসব হামলা চালায়।
গভর্নর ওলেগ কিপার বলেন, ‘হানাদাররা ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায়। এতে দুইজন নিহত হয়েছে। এদের একজন নিরাপত্তা প্রহরী ও আরেকজন ট্রাকচালক।’
তবে এটা স্পষ্ট নয় যে, এই মৃত্যু সরাসরি আঘাতের কারণে হয়েছে, নাকি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে হয়েছে।
প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া কৃষ্ণ সাগর বন্দর ওডেসাতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তারা আরো জানায়, পাল্টা ব্যবস্থা গ্রহণ করায় শত্রুপক্ষের তিনটি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
এ দিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নিকোপোল শহরে রাশিয়ার হামলায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে।
ইউক্রেনের রাজধানীতে দিনের বেলায় চালানো এক হামলায় ৩৪ জন নিহত হওয়ার কয়েকদিন পর এমন হামলার খবর আসলো।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, তারা রাশিয়ার ২০টি ড্রোন হামলার ১৪টি ঠেকিয়ে দিয়েছে।
সূত্র : বাসস/এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা