ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম দখল করেছে রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুলাই ২০২৪, ২২:২৯
রাশিয়া শনিবার বলেছে, তাদের বাহিনী ইউক্রেনের দোনেৎস্কের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সৈন্যরা দোনেৎস্ক নগরীর প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত সোকিল গ্রাম ‘মুক্ত’ করেছে। মস্কো ২০২২ সালে একই নামে এ অঞ্চলের রাজধানীকে রাশিয়ার সাথে সংযুক্ত করার দাবি করে।
কিয়েভ বলেছে, দোনেৎস্ক অঞ্চলে পুরো ফ্রন্ট লাইন জুড়ে সবচেয়ে ভয়ঙ্কর লড়াই চলছে। অঞ্চলটি থেকে রাশিয়ান সেনারা ইউক্রেন বাহিনীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেন শান্তি চাইলে তাকে দেশের দক্ষিণ ও পূর্বে আরও তিনটিসহ এই অঞ্চল থেকে সম্পূর্ণরূপে নিজেদের প্রত্যাহার করে নেয়ার দাবি পুনরাবৃত্তি করেন। সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা