২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া সফরে যাচ্ছেন মোদি : ক্রেমলিন

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। - ছবি : ভয়েস অফ আমেরিকা

ক্রেমলিন জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সোম ও মঙ্গলবার রাশিয়া সফর করবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন।

গত মাসে রুশ কর্মকর্তারা প্রথম এই সফরের বিষয়ে ঘোষণা করেছিলেন, তবে আগে সফরের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

বৃহস্পতিবার (৪ জুলাই) ক্রেমলিন এ তথ্য জানায়।

জানা যায়, ঠান্ডা যুদ্ধের সময় থেকে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক গভীর ও মজবুত। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে ক্রেমলিন সেনাবাহিনী পাঠানোর পর থেকে মস্কোর অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে নয়াদিল্লির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপানো নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেলের প্রধান ক্রেতা চীন ও ভারত।

মোদির নেতৃত্বাধীন ভারত ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে নিন্দা না করে বরং শান্তিপূর্ণ রফা-নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

মস্কো ও নয়াদিল্লির মধ্যে অংশীদারিত্ব মজবুত হয়ে উঠেছে। তবে, ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের সাখে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে।

পশ্চিমা জোটকে মোকাবিলা করতে মস্কো ও বেইজিংয়ের তৈরি করা নিরাপত্তাবিষয়ক গোষ্ঠীর এক সম্মেলন বৃহস্পতিবার এড়িয়ে গেছেন মোদি।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক বৈঠকে মোদি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন। এই বৈঠকে যোগ দেন পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ভ্লাদিভস্তকের সুদূর পূর্বে এক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে মোদি ২০১৯ সালে শেষবার রাশিয়া সফর করেছিলেন। তিনি শেষবার মস্কোতে গিয়েছিলেন ২০১৫ সালে। উজবেকিস্তানে আয়োজিত এসসিও শীর্ষ সম্মেলনে পুতিন ২০২২ সালের সেপ্টেম্বরে মোদির সাথে সাক্ষাৎ করেছেন। ২০২১ সালে পুতিনও নয়াদিল্লিতে এসেছিলেন এবং ভারতীয় নেতার সাথে বৈঠক করেছিলেন।

১৯৯০-এর দশকের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রের প্রায় ৭০ শতাংশ, বিমান বাহিনীর সরঞ্জামের ৮০ শতাংশ ও নৌ ব্যবস্থার ৮৫ শতাংশের উৎস ছিল সোভিয়েত ইউনিয়ন।

২০০৪ সালে ভারত তাদের প্রথম বিমান বহনকারী জাহাজ (আইএনএস বিক্রমাদিত্য) কিনেছিল রাশিয়ার কাছে থেকে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও পরে রুশ নৌবাহিনীতে দায়িত্ব পালন করেছে এই ক্যারিয়ার।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল