১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাশিয়ায় ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়ে হামলা, পুলিশসহ নিহত ২৩ জন

রাশিয়ায় ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়ে হামলা, পুলিশসহ নিহত ২৩ জন - ছবি : সংগৃহীত

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দু’টি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের চারটি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। একই সাথে পুলিশের একটি তল্লাশিচৌকিতেও হামলা চালানো হয়েছে।

এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ছয়জন হামলাকারী রয়েছে বলে জানা গেছে।

হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে।

রোববার দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালা এবং দেরবেন্ত শহরে এসব হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমন এক সময়ে এসব হামলার ঘটনা ঘটলো, যখন দেরবেন্ত এবং মাখাচকালা শহরে গির্জায় অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পেন্টেকস্ট চলছিল। বন্দুকধারীরা দু’টি গির্জা এবং দু’টি সিনাগগকে (ইহুদি উপাসনালয়) লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়।

এতে মাখাচকালার একটি গির্জায় একজন ধর্মযাজকও নিহত হয়েছেন বলে জানা গেছে।

এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ প্রশাসন।

হামলার পর ঘটনাস্থলের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

এছাড়া মাখাচকালা শহরের একটি ভিডিওতে কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তিকে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছেও দেখা গেছে।

ঘটনার পর জরুরি সেবা সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

বন্দুকধারীদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ।

অন্যদিকে, হামলায় অংশগ্রহণকারী ছয় ব্যক্তি নিহত হয়েছেন এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দাগেস্তানের দেরবেন্ত শহর ইহুদি সম্প্রদায়ের মানুষের একটি প্রাচীন আবাসস্থল। বন্দুকধারীরা সেখানকার একটি সিনাগগ এবং একটি গির্জায় হামলা চালায়।

হামলার পর উপাসনালয়গুলোতে আগুনও ধরিয়ে দেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের একটি বেসরকারি সূত্র থেকে জানা যাচ্ছে, দেরবেন্তের একটি ভবনে বন্দুকধারীদের কয়েকজনকে ঘিরে রেখেছে পুলিশ।

এছাড়া মাখাচকালা শহরের নিকটবর্তী সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে পুলিশ আটক করেছে।

রোববারের হামলার সাথে তার দুই ছেলের সম্পৃক্ততা রয়েছে বলে খবর পাওয়া গেছে।

সিনাগগ এবং চার্চটির অবস্থান দারবেন্তে। স্থানটি প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলের প্রাচীন ইহুদি সম্প্রদায়ের বাসস্থান। এটি রাশিয়ার অন্যতম গরিব অঞ্চল। পুলিশ পোস্টটি দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।

এর আগে, মার্চে মস্কোর ক্রোকাস সিটি হলের একটি কনসার্টে হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছিল। ওই ঘটনার জন্য মস্কো ইউক্রেনকে দোষারোপ করলেও পরবর্তীতে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস)।

পরে মস্কো হামলায় জড়িত সন্দেহে গত এপ্রিলে দাগেস্তান থেকে চারজনকে গ্রেফতার করেছিল রুশ গোয়েন্দারা।
সূত্র : বিবিসি এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল