রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : খরচ বেড়ে যাওয়ায় কর বাড়ানোর পরিকল্পনা পুতিনের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ১৭:৫১
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খরচ বেড়ে যাওয়ায় ধনীদের প্রতি কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন প্রশাসন। একইসাথে বড় বড় কোম্পানিগুলো থেকেও বাড়তি কর কাটার পরিকল্পনা জানিয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই পরিকল্পনা জানানো হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। এরপরই নিষেধাজ্ঞার মুখে পড়ে দেশটি। এতে ইউরোপের বাজারে তাদের জ্বালানি রফতানি প্রায় বন্ধই হয়ে যায়। এতে বড় ধরনের ধাক্কা খায় রাশিয়ার অর্থনীতি। এছাড়া যুদ্ধের কারণে সরকারি ব্যয় কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ফলে দেশের ধনী ব্যক্তি ও বড় কোম্পানিগুলো থেকে বাড়তি কর আদায় করে ব্যয়ভার সামাল দিতে চাইছেন প্রশাসন। প্রস্তাবিত করহার ২০২৫ সাল থেকে চালু হতে পারে।
সূত্রটি আরো জানিয়েছে, বাড়তি কর আরোপের মাধ্যমে প্রতিবছর দেশটি ২ হাজার ৯০০ কোটি ডলার আদায় করতে চাইছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা