স্পেনে রেস্তোরাঁর ছাদ ধসে নিহত ৪
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ মে ২০২৪, ১৪:৫৬
স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ ম্যালোর্কায় একটি রেস্তোরাঁর ছাদ ধসে চারজন নিহত ও ২১ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমধ্যসাগরীয় দ্বীপের রাজধানী পালমা ডি ম্যালোর্কার দক্ষিণে পালমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জরুরি সার্ভিসের মুখপাত্র জানান, সেখানে দুর্ঘটনায় চারজন নিহত এবং প্রায় ২১ জন আহত হয়েছে। হতাহতদের বেশ কয়েকজন বিদেশী নাগরিক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা জরুরি সার্ভিসের বার্তায় বলা হয়, আহতদের মধ্যে সাতজনের অবস্থা ‘একেবারে আশঙ্কাজনক’ এবং নয়জনের অবস্থা ‘গুরুতর’। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরুরি সার্ভিসের বার্তায় আরো বলা হয়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসস্তুপের ভেতর আরো আটকে থাকা লোকদের খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে।
তবে এ ধসের সঠিক কারণ এখনো জানা যায়নি।
এক্সে পোস্ট করা বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি গুরুত্ব সহকারে ভয়াবহ ধসের পরিস্থিতির ওপর নজর রাখছেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে আঞ্চলিক কর্তৃপক্ষকে সহায়তায় কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সকল কিছু পাঠাতে প্রস্তুত রয়েছে।
সরকারী পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এক কোটি ৪০ লাখেরও বেশি পর্যটক দ্বীপপুঞ্জ পরিদর্শন করে।
২০০৯ সালে পালমা ডি ম্যালোর্কাতে একটি তিনতলা ভবন ধসে দুই জার্মান ও তিন কলম্বিয়ার নাগরিকসহ সাতজন নিহত হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা