১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ইরানের

ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ইরানের - সংগৃহীত

দু’দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইরান ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা করেছে বলে নিশ্চিত করেছে।

ওয়াশিংটন এবং তেহরান দীর্ঘদিন ধরে ইরানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা এবং তাদের নিজ নিজ মিত্র ইসরাইল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধের কারণে তীব্র দ্বন্দ্বে রয়েছে।

শুক্রবার, মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস জানায়, ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা কিভাবে আঞ্চলিক আক্রমণ ক্রমবর্ধমান এড়াতে হবে তা নিয়ে পরোক্ষ আলোচনা করেছেন।

ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ‘জাতিসঙ্ঘে ইরানের প্রতিনিধি নিশ্চিত করেছেন যে ওমানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ সমঝোতা হয়েছে।’

বার্তাসংস্থাটি সময় ও স্থান উল্লেখ না করে প্রতিনিধির বরাত দিয়ে জানায়, এই আলোচনা প্রথমবারের মতো না এবং সর্বশেষও না।
সূত্র : টাইমস অব ইসরাইল


আরো সংবাদ



premium cement