দেশের মাটি ধরে রাখাই এখন অনেক কঠিন : কিয়েভ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২৪, ২৩:০৮
দেশের মাটি ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ। মঙ্গলবার (১৪ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোপেনহেগেন ডেমোক্রেসি সামিট ২০২৪-এ ভার্চুয়ালি এক ভাষণে উমেরভ বলেন, আমাদের আরো আর্টিলারি শেল দরকার। কারণ, রাশিয়া এখনো আমাদের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে। এমন পরিস্থিতিতে দেশের মাটি ধরে রাখাই আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে।
এ সময় তিনি রাশিয়ার হামলা বাড়ায় মিত্রদেরকে আরো আর্টিলারি শেল বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
এদিকে, ইউক্রেনের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে তুমুল লড়াই চলছে, যেখানে রাশিয়ার বাহিনী শুক্রবার আকস্মিক অভিযান শুরু করার পর নয়টি গ্রাম দখল করার দাবি করেছে। এই অভিযানের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে নতুন একটি রণাঙ্গন খুলেছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তের পাঁচটি এলাকায় রাশিয়া ২২টি হামলা চালায়, যার মধ্যে ১৪টি চলমান ছিল। তারা বলছে, খারকিভ-এর পরিস্থিতি খুব জটিল এবং পরিবর্তনশীল।’
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিক মাধ্যমে সোমবার বলেন যে, বিগত ২৪ ঘণ্টায় ৩০টিরও বেশি শহর এবং গ্রামের ওপর শত্রুর আর্টিলারি এবং মর্টার আক্রমণ হয়েছে। যাতে কমপক্ষে নয়জন আহত হয়েছে।
ওলেহ সিনিয়েহুবভ বলেন, কয়েকটি এলাকায় রুশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়। তিনি আরো বলেন, অভিযান শুরু হবার পর থেকে প্রায় ছয় হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে।
সীমান্তবর্তী শহর ভভচান্সক-এ মাত্র ২০০ থেকে ৩০০ বাসিন্দা রয়ে গেছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল ২,৫০০। সিনিয়েহুবভ বলেন, রোববার ভভচান্সক-এ ব্যাপক গোলাবর্ষণ করা হয়।
সূত্র : আল জাজিরা