২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ - সংগৃহীত

ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা শনিবার জানান, রাশিয়া ইউক্রেনের খারকিভ এবং নিপ্রো অঞ্চলে রাতে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে এবং ড্রোনগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো, বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোতে আঘাত করে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এবং কেন্দ্রের অঞ্চলগুলোকে লক্ষ্য করে ১৩টি শাহেদ ড্রোন নিক্ষেপ করে।

বিমান বাহিনীর কমান্ডার বলেন, বিমান প্রতিরক্ষা ইউনিট সকল ড্রোনকে ভূপাতিত করেছে।

আঞ্চলিক গভর্নর বলেন, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল খারকিভে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে চারজন আহত হয় এবং একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলেহ সিনহুবভ লিখেন, একজন ১৩ বছর বয়সী শিশু এবং একজন নারীকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরো দুই নারীকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, জরুরি পরিষেবা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আঞ্চলিক গভর্নর সের্হি লিসআক বলেন, দেনিপ্রপাত্রভস্ক শিল্পাঞ্চলে দুই ব্যক্তি আহত হয়েছে। তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement