২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন

কিয়েভের ঝুরিভকা অঞ্চলে একটি ব্যক্তিগত খামারে কাঠ সংগ্রহ করছে কয়েকটি ট্র্যাক্টর - ছবি : এপি

দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করেছে ইউক্রেন। শুক্রবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলসকিকে রাষ্ট্রীয় সম্পত্তির সাথে জড়িত বহু মিলিয়ন ডলারের জমি দখলের পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। একটি দুর্নীতি দমন আদালত সোলস্কিকে ২৪ জুন পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, শুক্রবার আইনজীবীরা বলেছেন, কৃষিমন্ত্রী মাইকোলা সোলসকির জামিন পাওয়ার জন্য ১ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার দণ্ড দিতে হবে। এছাড়া দোষী সাব্যস্ত হলে তার ১২ বছর পর্যন্ত জেল হতে পারে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement