জার্মানির এক-তৃতীয়াংশ কোম্পানি অর্থনীতি নিয়ে সংশয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৪৬
জার্মানির ৩৭ শতাংশ কোম্পানি মনে করছে, চলতি বছর তাদের উৎপাদন কমবে৷ আর ২৩ শতাংশ মনে করছে বাড়বে৷ জার্মান ইকোনমিক ইনস্টিটিউট বা আইডাব্লিউ এর শনিবার প্রকাশিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে৷
সুদ হার, ধীরগতির বৈশ্বিক প্রবৃদ্ধি এবং ইউক্রেন ও গাজা সঙ্কটের কারণে অর্থনীতির এমন অবস্থা হতে পারে বলে জরিপে অংশ নেয়া কোম্পানিগুলো জানিয়েছে৷
বিশ্বব্যাংক গত জানুয়ারিতে জানিয়েছিল, চলতি বছর টানা তৃতীয়বারের মতো বৈশ্বিক প্রবৃদ্ধির গতি ধীর হবে৷ এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ২.৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক৷ ২০২৩ সালে ২.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল৷ ২০২২ সালে প্রবৃদ্ধির হার ছিল ৩ শতাংশ, আর ২০২১ সালে ৬.২ শতাংশ৷
এদিকে, জার্মানির পাঁচটি অর্থনৈতিক সংস্থা গতমাসে বলেছিল, ২০২৪ সালে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মাত্র ০.১ শতাংশ৷ ২০২৫ সালে সেটি ১.৪ শতাংশ হতে পারে৷
আইডাব্লিউর জরিপে অংশ নেয়া ৩৯ শতাংশ কোম্পানি বলেছে, গতবছরের চেয়ে তাদের কর্মক্ষমতা কমেছে৷ মাত্র ১৮ শতাংশ কোম্পানি কর্মক্ষমতা বাড়ার কথা জানিয়েছে৷
২৩ শতাংশ কোম্পানি তাদের কোম্পানিতে চাকরির সুযোগ বেড়েছে বলে জানিয়েছে৷ ৩৫ শতাংশ কোম্পানি চলতি বছরে কর্মী ছাঁটাই হতে পারে বলে জানিয়েছে৷
সূত্র : ডয়েচে ভেলে