ইতালিতে টিকটককে ১১ মিলিয়ন ডলার জরিমানা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মার্চ ২০২৪, ০৪:২৬
শিশু-কিশোর এবং অন্যান্য নাজুক ব্যবহারকারীদের জন্য সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট ভালোভাবে যাচাই না করার জন্য ইতালিতে সামাজিক মিডিয়া অ্যাপ্লিকেশন টিকটককে ১০ মিলিয়ন ইউরো (১১ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে মাধ্যমটি অস্তিত্ব সঙ্কটে পড়ার প্রেক্ষাপটে এই জরিমানা আরোপ করা হলো।
ইতালির অ্যান্টিট্রাস্ট গ্রুপ এজিসিএম জানায়, নাজুক লোকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য চীনা বাইটড্যান্সের মালিকানাধীন প্লাটফর্মকে জরিমানা করা হয়েছে।
এর মাসখানে আগে ইতালির বিভিন্ন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিপজ্জনক 'ফ্রেঞ্চ স্কার' ট্রেন্ডের পর ভিডিওগুলো সরিয়ে নিতে টিকটকের প্রতি আহ্বান জানায়।
আর গত মাসে শিশুদের তথ্য অপব্যবহার করা এবং বয়স সীমা লঙ্ঘন করায় ব্রিটেনে শর্ট ভিডিও-শেয়ারিং অ্যাপটিকে প্রায় ১৬ মিলিয়ন ডলার জরিমানা করে।
সূত্র : ফরচুন