২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জার্মানিতে টেসলার কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি

জার্মানিতে টেসলার কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি। - ডয়েচে ভেলে

আগুনে ব্যাপক ক্ষতি হওয়ায় জার্মানিতে অন্তত সাত দিন বন্ধ থাকছে টেসলার কারখানা৷ চরম বামপন্থি সংগঠন ভলকানো গ্রুপ আগুন লাগানোর দায় স্বীকার করেছে৷

মঙ্গলবার ভোরে ব্রান্ডেনবুর্গ রাজ্যে টেসলার গিগাফ্যাক্টরিতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন৷ গ্রুনহাইডে এলাকার ওই কারখানায় প্রতিদিন ৭৫০টি গাড়ি তৈরি হয়৷ ভোর চারটা ৫০ মিনিটের দিকে একটি বৈদ্যুতিক পাইলনে আগুন জ্বলে ওঠার পরই পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়৷ ফলে সারাদিন কারখানায় কোনো কাজ হয়নি৷ কারখানার ১২ হাজার কর্মীকে খুব দ্রুত সরিয়ে নেয়া হয়৷

টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কয়েকশ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে৷ কারখানায় আবার কাজ শুরু করতে অন্তত এক সপ্তাহ লাগবে বলেও জানিয়েছে তারা৷

আগুনের সূত্রপাত যেখানে, তার কাছেই জড়ো করা রাখা হয়েছিল অনেকগুলো পুরোনো টায়ার৷ তাই ধারণা করা হচ্ছিল, কেউ পরিকল্পনা করেই গাড়ির কারখানায় আগুন দিয়েছে৷

পরিকল্পিতভাবে অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত হয়ে যায় ভলকানো গ্রুপ (ফুলকান গ্রুপে) দায়িত্ব স্বীকার করার পর৷ চরম বামপন্থি পরিবেশ সংস্থাটি আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথেই খোলা চিঠি প্রকাশ করে৷

সেখানে ভলকানো গ্রুপের পক্ষ থেকে বলা হয়,‘আমরা আজ টেসলাকে সাবোটাজ করেছি৷' টেসলার সিইও এলন মাস্ককে‘টেকনো-ফ্যাসিস্ট' আখ্যা দিয়ে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটিতে শ্রমিকদের শোষণ, পরিবেশের ক্ষতিসাধন চলছে এবং সেখানে নজরদারির প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়৷

খোলা চিঠিতে ভলকানো গ্রুপ দাবি করে,‘টেসলাকে হাঁটুর কাছে নিয়ে আসার জন্য' এমন নাশকতামূলক কাজ করা হয়েছে৷

ঘটনার তীব্র নিন্দা করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার৷ তিনি বলেন,‘এটা মারাত্মক অপরাধ, কোনোভাবেই এটাকে জায়েজ ভাবা যায় না৷'

অন্যদিকে ইলন মাস্ক বলেছেন,‘এরা (ভলকানো গ্রুপ) হয় বিশ্বের সবচেয়ে বোবা ইকো-টেররিস্ট, নয়তো এরা তাদের হাতের পুতুল যাদের কোনো ভালো পরিবেশগত লক্ষ্য নেই৷'

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৮৮৮ এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’ ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায়

সকল