২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাভালনিকে শেষ শ্রদ্ধা জানানোর জায়গা পাওয়া যাচ্ছে না

নাভালনিকে শেষ শ্রদ্ধা জানানোর জায়গা পাওয়া যাচ্ছে না - ছবি : নিউইয়র্ক টাইমস

রাশিয়ার কারাগারে নিহত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না।

তার দলের মুখপাত্র কিরা ইয়ারমিস এক এক্স বার্তায় এমন দাবি করেন। সেখানে তিনি লেখেন, ‘গতকাল থেকে আমরা একটি জায়গা খুঁজে বেড়াচ্ছি, যেখানে অ্যালেক্সিকে শেষ শ্রদ্ধা জানানো যায়। সেজন্য মোটামুটি সব সরকারি-বেসরকারি ফিউনারেল এজেন্সি (শেষকৃত্য সংস্থা), বাণিজ্যিক স্থাপনা ও ফিউনারেল হলগুলোতে যোগাযোগ করেছিলাম। কিন্তু কেউই নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা দিতে রাজি হয়নি।‘

কিইরা ইয়ারমায়েশ আরো বলেন, ‘কেউ কেউ বলেছে, তাদের জায়গা খালি নেই। আবার অনেক জায়গায় ‘নাভালনির’ নাম শুনেই রাজি হয়নি। আর একটি জায়গা থেকে সরাসরি বলে দেয়া হয়েছে, আমাদের সাথে কাজ করতে ফিউনারেল এজেন্সিকে নিষেধ করা হয়েছে।’

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন অ্যালেক্সি নাভালনি। সেজন্য বিশ্বে সমাদৃত হলেও নিজ দেশে নাভালনিকে বেশ ভুগতে হয়েছে। ৪৭ বছর বয়সী পুতিনবিরোধী এই নেতা ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। মৃত্যুর পরে বেশ কিছু দিন তার লাশ রেখে দেয় রুশ কর্তৃপক্ষ। অবশেষে গত শনিবার মা লিউডমিলা নাভালনায়ার কাছে তার লাশ হস্তান্তর করা হয়।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত ‘ইসকনের ষড়যন্ত্রে পা দেবেন না’ মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী

সকল