রাশিয়ায় ৬৭০০ কনটেইনার অস্ত্র পাঠালো উত্তর কোরিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য ৬ হাজার ৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর সূত্রে স্থানীয় বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওন-সিক এক ব্রিফিংয়ে বলেন, চলমান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন করে। সেজন্য তারা সমর্থনের প্রমাণ হিসেবে রাশিয়াকে প্রায় ৬ হাজার ৭০০ কনটেইনার অস্ত্র পাঠিয়েছে।
শিন ওন-ওক আরো জানিয়েছে, কন্টেইনারগুলো ৩ মিলিয়নেরও বেশি ১৫২ মিমি আর্টিলারি শেল বহন করতে পারে। এটি সম্ভবত দু’টির মিশ্রণ হতে পারে। অথবা বলা যেতে পারে, কমপক্ষে কয়েক মিলিয়ন শেল পাঠানো হয়েছে।’
উত্তর কোরিয়ার শত শত যুদ্ধাস্ত্র কারখানা কাঁচামাল এবং বিদ্যুতের অভাবে ক্ষমতার প্রায় ৩০ শতাংশে চলছে। তবে রাশিয়ার জন্য কামানের গোল উৎপাদনকারীরা ‘পুরোদমে’ কাজ করছিল।
তবে তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি যোগ করেছেন।
সূত্র : জেরুসালেম পোস্ট