২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অবশেষে নাভালনির লাশ পেল পরিবার

অ্যালেক্সেই নাভালনি - ফাইল ছবি

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির লাশ অবশেষে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার নাভালনির লাশ রুশ কর্তৃপক্ষ হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র কিরা ইয়ারমিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় কিরা ইয়ারমিশ বলেন,‘অ্যালেক্সির লাশ তার মায়ের কাছে দেয়া হয়েছে। আমাদের সাথে যারা লাশ হস্তান্তরের দাবি তুলেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।’

তবে তার শেষকৃত্যের আয়োজন এখনো করা হয়নি বলে জানিয়েছেন ওই মুখপাত্র। এছাড়াও রুশ কর্তৃপক্ষ এতে হস্তক্ষেপ করবেন কি না, সেটাও এখনো স্পষ্ট নয়।


এরআগে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিয়ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নাভালনির মুখপাত্র এক্স বার্তায় বলেছেন, ‘ঘণ্টাখানেক আগে একজন তদন্তকারী নাভালনির মাকে ডেকে পাঠান। তিনি আল্টিমেটাম দেন যে এখন হাতে আর তিন ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে গোপনে তাকে সমাহিত করার শর্ত মেনে নিতে হবে। অন্যথায় নাভালনিকে কারাগারেই সমাহিত করা হবে।’

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক ছিলেন নাভালনি। গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক প্রিজন কলোনিতে আকস্মিক মৃত্যু হয় নাভালনির। মৃত্যুর সময় বিভিন্ন অভিযোগে পাওয়া ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। অনেকের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসা থেকে নাভালনিকে এসব কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সূত্র : এএফপি, নিউইয়র্ক টাইমস ও অন্যান্য


আরো সংবাদ



premium cement

সকল