২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুদ্ধের মাঝে ইউক্রেন শিবিরে যোগ দেয়া রুশ পাইলটের লাশ মিলল স্পেনে

যুদ্ধের মাঝে ইউক্রেন শিবিরে যোগ দেয়া রুশ পাইলটের লাশ মিলল স্পেনে - সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মাঝে গত বছরই ইউক্রেনের শিবিরে যোগ দিয়েছিলেন রাশিয়ার পাইলট ম্যাক্সিম কুজমিনভ। জানা গেছে, স্পেনে গত সপ্তাহেই একটি গ্যারাজের মধ্যে তার লাশ উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে নীতিবোধের প্রসঙ্গ তুলে মস্কো বক্তব্য রাখে। ‘মরাল কর্পস’ এর প্রসঙ্গ টেনে এই পাইলটের মৃত্যুকে ব্যাখ্যা করেছে পুতিনের দেশ।

রাশিয়া যা বলছে
স্পেনের দক্ষিণে আলিকান্তে এলাকায় উদ্ধার হয়েছে রুশ পাইলট ম্যাক্সিম কুজমিনভের লাশ। গত বছর আগস্ট মাসে এমআই৮ হেলিকপ্টার নিয়ে ইউক্রেনের বুকে নামেন ওই রুশ পাইলট। কুজমিনভ যে শিবির বদল করেছেন, তা মস্কো স্বভাবতই ভালোভাবে নেয়নি। কুজমিনভের মৃত্যুর খবর আসতেই মস্কো কার্যত তাকে সমালোচনার শূলে বিদ্ধ করেছে।

রাশিয়ার ‘ফরেন ইন্টালিজেন্স সার্ভিসেস’-এর সার্জেই নারিশকিন বলেন, ‘এই বিশ্বাসঘাতক ও অপরাধী নৈতিক লাশে রূপান্তরিত হয়েছিল তখনই, যখন সে নোংরা ও ঘৃণ্য অপরাধের পরিকল্পনা করে।’

তিনি বলেন, ‘রাশিয়ায় একটা নিয়ম রয়েছে, হয় লাশের সম্পর্কে ভালো বলা হোক, নয়তো কিছু না বলা হোক।’

ওই বার্তার মধ্য দিয়েই কার্যত রাশিয়া বুঝিয়ে দিয়েছে যে কুজমিনভকে নিয়ে মস্কোর অবস্থান।

রুশ বিশ্বাসঘাতকদের পর পর মৃত্যু?
এদিকে, পাশ্চাত্যের দেশগুলো বলছে, ভিনদেশে যত রাশিয়ার বিরোধী বা বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত রয়েছেন, তাদের কাউকেই বাঁচতে দেয়নি রাশিয়া। পাশ্চাত্যের দাবি যাই হোক, তাকে পাত্তা দিচ্ছে না মস্কো। রাশিয়া বলছে, এমন দাবির নেপথ্যে থাকা প্রমাণ পেশ করুক পাশ্চাত্য।

গুলিতে ঝাঁঝরা দেহ, স্পেনে কিভাবে থাকতেন রুশ পাইলট?
কুজমিনভের মৃত্যু হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। স্পেনের প্রশাসন বলছে, সেদিন গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন কুজমিনভ। স্পেনের প্রশাসন কুজমিনভকে ইউক্রেনের নাগরিক বলেই চিহ্নিত করছে। অন্তত তার কাছ থেকে উদ্ধার হওয়া নথি অনুযায়ী তেমনই একটি বার্তা আসছে। কুজমিনভের মৃত্যুতে তদন্তের নির্দেশ দিয়েছে স্পেন।

জানা গেছে, গত কয়েক মাস ধরে স্পেনেই থাকছিলেন কুজমিনভ। তিনি বিভিন্ন নাম পাল্টে পাল্টে চোরাই পথে সেদেশে থাকছিলেন। এরপরই মৃত্যু। স্পেনের প্রশাসন জানতে পেরেছে, বাইক নিয়ে দুই ব্যক্তি ঘটনার দিন সেখান থেকে পালায়। তবে তারা কে, সেই প্রশ্নের উত্তর খুয়ংজতে আততায়ীদের খোঁজ করছে স্পেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
দ্বিতীয় দিনের উত্থানে পুঁজিবাজার বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া প্রদর্শন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত অ্যাডভোকেট সাইফুল নিহতের ঘটনায় আইআইইউসি ভিসি ট্রাস্টের শোক প্রকাশ ইউনিলিভার বাংলাদেশের সাসটেইনেবিলিটি ব্লু বুক প্রকাশ প্রাইম ব্যাংক ও এফএমওএর ডকুমেন্ট বিনিময় সাউথইস্ট ব্যাংক ও বিডা-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাবি বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে উদ্যোক্তা হোন : চবি ভিসি চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ অথবা ২৫ জানুয়ারি

সকল