২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাল্টিক দেশগুলোর সাথে রাশিয়ার সংঘাতের আশঙ্কা

বাল্টিক দেশগুলোর সাথে রাশিয়ার সংঘাতের আশঙ্কা - সংগৃহীত

এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থার মতে, রাশিয়া এক দশকের মধ্যে পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। বাল্টিক দেশগুলোর একাধিক রাজনীতিকদের অপরাধী হিসেবে চিহ্নিত করেছে মস্কো।

শুধু ইউক্রেনের উপর প্রায় দুই বছর ধরে হামলা চালিয়ে রাশিয়া ক্ষান্ত হবে না, অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দিকেও সে দেশের কুনজর রয়েছে। বিশেষ করে বাল্টিক সাগর অঞ্চলে এমন সন্দেহ বেশ কিছুকাল ধরে দানা বাঁধছে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়া রাশিয়ার পরবর্তী আগ্রাসনের শিকার হতে পারে, সেই আশঙ্কার নানা সংকেত দেখতে পাচ্ছে এই তিন দেশ। এবার এস্টোনিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করলো, যে মস্কো পশ্চিমা বিশ্বের সাথে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি চালাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী রাশিয়া সামরিক বাহিনীতে সংস্কার চালিয়ে সেই প্রস্তুতি শুরু করছে।

এমন এক দিনে এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশিত হলো- যে দিন রাশিয়ার কর্তৃপক্ষ তিন বাল্টিক দেশের একাধিক নেতাকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাইয়া কালাস ও রাষ্ট্রসচিব তাইমার পেটারকপ, লিথুয়েনিয়ার সংস্কৃতি মন্ত্রী সিমোনাস কাইরিস এবং লাটভিয়ার আগের সংসদের প্রায় ৬০ জন সদস্যের বিরুদ্ধে সোভিয়েত আমলের সৌধগুলি ধ্বংসের দায়ে পুলিশ আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। অর্থাৎ সেই ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করলে পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন।

রাশিয়ার আইন অনুযায়ী সেই অপরাধের জন্য পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ঐতিহাসিক স্মৃতি' ধ্বংসের দায়ে কালাস-কে পুলিশ খুঁজছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরু হবার পক্ষ থেকে তিন বাল্টিক দেশে সোভিয়েত আমলের বেশিরভাগ সৌধ ধ্বংস করা হয়েছে। তিন দেশের সরকারই সেগুলিকে রাশিয়ার প্রচারণার হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছিল।

রাশিয়ার সিদ্ধান্তের পর কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, ‘ক্রেমলিন এর মাধ্যমে আমার ও অন্যান্যদের মুখ বন্ধ করার আশা করছে বটে, কিন্তু তাতে লাভ হবে না। আমি ইউক্রেনের প্রতি শক্তিশালী সমর্থন চালিয়ে যাবো। ইউরোপের প্রতিরক্ষা বাড়ানোর পক্ষেও সওয়াল করে যাবো।’

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে ন্যাটোর কিছু সদস্য দেশকে রক্ষা না করার যে হুমকি দিয়েছেন, সেই মনোভাবের পরিপ্রেক্ষিতে ইউরোপের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী রাশিয়ার পক্ষে অবিলম্বে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্য কোনো দেশের উপর হামলার ক্ষমতা না থাকলেও আগামী এক দশকের মধ্যে সে রকম সংঘাতের প্রস্তুতি শুরু করে দিয়েছে মস্কো।

সোভিয়েত আমলের সেনাবাহিনীর মতো ক্ষমতা অর্জন করতে সামরিক সংস্কার চালানো হচ্ছে বলে সেই গোয়েন্দা সংস্থা দাবি করছে। ফলে ইউরোপের সেনাবাহিনী ও প্রতিরক্ষা শিল্পখাতকেও পালটা প্রস্তুতি শুরু করতে হবে বলে রিপোর্টে পরামর্শ দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল