২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিলিয়ে দিতে চান ৩০০ কোটি টাকা, কে নেবেন?

বিলিয়ে দিতে চান ৩০০ কোটি টাকা, কে নেবেন? - ছবি : সংগৃহীত

উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বিপুল টাকা। সেই টাকাই এখন তাকে স্থির থাকতে দিচ্ছে না। বিপুল ওই টাকা দান করে দিতে চান জার্মানির ফার্মা কোম্পানি বিএএসএফ-এর উত্তরাধিকারী মারলিন এঙ্গেলহর্ন। ওই টাকা যাতে ভালো কাজে লাগে সেজন্য লোক খুঁজছেন এঙ্গেলহর্ন।

জার্মানির বিখ্যাত রাসায়নিক ও ফার্মা কোম্পানি বিএএসএফ প্রতিষ্ঠা করেন ফ্রেডরিক এঙ্গেলহর্ন। তারই নাতনি মারলিন এঙ্গেলহর্ন। বর্তমানে ভিয়েনার বাসিন্দা। উত্তরাধিকার সূত্রে তারা হাতে এসেছে দুই কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশী মুদ্রায় তা প্রায় ৩০০ কোটি টাকা। ওই বিপুল টাকা তিনি পেয়েছেন তার দাদি এঙ্গেলহর্ন ভেচিয়াতের কাছ থেকে। ওই টাকা খরচের কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না মারলিন। বরং বিনা পরিশ্রমের টাকা নিজে খরচও করতে চান না তিনি। বরং তা বিলিয়ে দিতে চান। তাই তৈরি করেছেন গুড কাউন্সিল ফর রিডিস্ট্রিবিউসন নামে একটি সংগঠন। তার মাধ্যমেও ওই টাকা তিনি যোগ্যদের হাতে তা তুলে দিতে চান।

এনিয়ে কী বলছেন মারলিন? বিপুল সম্পদের মালিক মারলিন বলেন, কোনো পরিশ্রম না করেই আমি বিপুল পরিমাণ সম্পদ ও টাকার উত্তররাধিকারী হয়েছি। এই টাকার উপরে কোনো ট্যাক্সও দিতে হচ্ছে না।

কিভাবে টাকা দেয়া হবে? মারলিন জানিয়েছেন, কিভাবে তাদেরকে দেয়া টাকা খরচ করবে তা জানতে ১০ হাজার জনকে ওই উদ্যোগ অংশ নিতে বলা হয়েছে। অংশগ্রহণকারীরা বলবেন, তা কোন সামাজিক উদ্যোগ ওই টাকা ব্যয় করবেন। ওই ১০ হাজার মানুষের মধ্যে থেকে মাত্র ৫০ জনকে বেছে নেয়া হবে। তারাই পরামর্শ দেবেন কিভাবে ওই অর্থ ব্যবহার করা যায়।

ওই ৫০ জনের প্রত্যেককে নিয়ে নিয়মিত বৈঠক করা হবে। প্রতি সপ্তাহে তাদের হাতে দেয়া হবে এক হাজার ২০০ ইউরো। ওই টাকা ব্যবহারের ব্যাপারে তারা যদি কোনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তাদের সেই টাকা ফিরে যাবে এঙ্গেলহর্ন পরিবারের কাছে।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement