২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়া তাদের ন্যাশনাল গার্ডের ‘অস্ত্রশস্ত্র এবং সদস্য’ বাড়াচ্ছে

রাশিয়া তাদের ন্যাশনাল গার্ডের ‘অস্ত্রশস্ত্র এবং সদস্য’ বাড়াচ্ছে - সংগৃহীত

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সঙ্কট নিয়ন্ত্রণে রাশিয়ান ন্যাশনাল গার্ড তাদের ‘অস্ত্রশস্ত্র এবং সদস্য’ বাড়ানোর চেষ্টা করছে।

মন্ত্রণালয় মনে করছে, মস্কো বিচ্ছিন্ন অঞ্চলের কাসকাদ গ্রুপকে ভেঙ্গে দেবার এবং এর কিছু অংশকে রসগভার্ডিয়ার ‘অধীনস্থ’ করার চেষ্টা করছে। কাসকাদ গ্রুপ ড্রোন অপারেশনে বিশেষজ্ঞ।

ব্রিটিশ মন্ত্রণালয় বলেছে, এই গ্রীষ্মে রসগভার্ডিয়া বা ন্যাশনাল গার্ডকে ভারী অস্ত্র ব্যবহার করার অনুমোদন দেয়াসহ এই পদক্ষেপগুলো রাশিয়ার যুদ্ধ কার্যকারিতার ‘সম্ভবত উল্লেখযোগ্য বৃদ্ধির কারণ হবে।’

শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর পোকরোভস্কে রাশিয়া মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শহরটি ডটেনস্কের প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ওই অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশের গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে এ সংবাদ জানিয়েছেন।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির একজন সিনিয়র উপদেষ্টা অভিযোগ করেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর এই সপ্তাহে প্রথমবারের মতো রাশিয়া উত্তর কোরিয়ার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে।

রাশিয়া এই সপ্তাহে খারকিভে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বড় আকারের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। হামলায় দুজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

শনিবার নিউজ এজেন্সি তাসকে রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ বলেছেন, ২০৩০ সালের মধ্যে রাশিয়া প্রতি বছর ৩২ হাজারের বেশি ড্রোন তৈরি করার পরিকল্পনা করছে যা তাদের ড্রোন মজুদের প্রায় ৭০ শতাংশ।

ডিসেম্বরে ইউক্রেন বলেছিল, তারা ২০২৪ সালে ১১ হাজারের বেশি মাঝারি এবং দীর্ঘ পাল্লার আক্রমণকারী ড্রোন এবং ১০ লাখ এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছে। ফ্রন্ট লাইনে এফপিভি-র ব্যাপক চাহিদা রয়েছে।

জেলেন্সকি এই বছর ক্রাইমিয়া উপদ্বীপে এবং রাশিয়ার সীমান্ত অঞ্চলের অভ্যন্তরে আরো লক্ষ্যবস্তুতে আঘাত করার অঙ্গীকার করেছেন। এটি রাশিয়ানদের জন্য উদ্বেগজনক সংবাদ কারণ মার্চ মাসে ভ্লাদিমির পুতিন নির্বাচনে লড়বেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি আবারো হাসনাত আবদুল্লাহর গাড়িতে ট্রাকের ধাক্কা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ উজিরপুরে রিকশা ও ইজিবাইকের ব্যাটারি চুরির হিড়িক ৯ দফা দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশের ডাক চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস

সকল