২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্রান্সে আটক করা বিমানের মুক্তি, ২৭৬ ভারতীয় যাত্রী নিকারাগুয়ার বদলে ভারতে ফেরত

- ছবি : সংগৃহীত

ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, মানব পাচার নিয়ে তদন্তের জন্য যে ভাড়া করা বিমানকে আটক করা হয়েছিল, সেটা ২৭৬ জন ভারতীয় নাগরিককে নিয়ে সোমবার ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রীদের নিকারাগুয়া যাবার পথে ফ্রান্সের এক গ্রামীণ বিমান বন্দরে চার দিন ধরে আটকে দেয়া হয়।

শ্যাম্পেন অঞ্চলের ভাটরি বিমান বন্দরের বাইরে থেকে অ্যাসোসিয়েটেড প্রেস-এর রিপোর্টাররা দেখতে পান, লেজেনড অ্যায়ারলাইন্সের এ- ৪০ বিমান ক্রু এবং যাত্রী ওঠার পর টেক-অফ করছে।

আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, ৩০৩ জন যাত্রীর মধ্যে ২৭৬ জন ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আর ২৫ জন ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

প্রশাসন জানায়, তাদেরকে প্যারিস চার্লস ডে গল অ্যায়ারপোর্টে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত একটি বিশেষ জায়গায় স্থানান্তর করা হয়েছে।

যেসব যাত্রীরা ফ্রান্সে আটকা পড়েছিলেন, তাদের মধ্যে আছে ২১-মাসের এক শিশু এবং কয়েকজন অপ্রাপ্তবয়স্ক যারা বিমানে একা ছিল।

প্যারিস প্রসেকিউটারের দফতর জানিয়েছে, বাকি দু’জন যাত্রীকে প্রথমে মানব পাচার সংক্রান্ত তদন্তে আটক করা হয়েছিল কিন্তু সোমবার বিচারকের সামনে হাজির হবার পর তাদের ছেড়ে দেয়া হয়।

বিচারক তাদের এই মামলায় ‘সহায়তাকারী সাক্ষী’ হিসেবে মনোনীত করেন, যা ফরাসি আইনে একটি বিশেষ ব্যবস্থা। এর ফলে আরো তদন্তের জন্য সময় পাওয়া যাবে এবং ‘সাক্ষী’কে অভিযুক্ত করা যেতে পারে, বা মামলা বাতিলও হয়ে যেতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরাহ বিমান বন্দর থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া যাওয়ার পথে লেজেনড অ্যায়ারলাইন্সের এ-৩৪০ বিমান জ্বালানির জন্য ভাটরি বিমান বন্দরে থামে। তবে ফরাসি পুলিশ অজ্ঞাত সূত্রে খবর পায় যে বিমানে মানব পাচারের শিকার যাত্রী আছেন এবং তারা বিমানকে আটকে দেয়।

যাত্রীদের আসল গন্তব্যস্থল যুক্তরাষ্ট্র বলে যে ধারণা ছিল সে বিষয়ে তদন্তকারীরা কোনো মতামত দেয়নি। এ বছর মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে ভারতীয়দের অনুপ্রবেশ অনেক বৃদ্ধি পেয়েছে।

প্রসেকিউটারের দফতর জানিয়েছে, এই বিমান যাত্রার লক্ষ্য কী ছিল, তা জানার জন্য ফরাসি কর্তৃপক্ষ কাজ চালাচ্ছে। বিদেশীদের বেআইনিভাবে কোনো দেশে প্রবেশ বা থাকার সাহায্য করছে, এমন কোনো সংগঠিত অপরাধ গোষ্ঠীর কার্যক্রম নিয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

তবে সোমবার তারা বলেনি যে তারা এখনো মানব পাচার সন্দেহ করছে কি না।

লেজেনড অ্যায়ারলাইন্সের আইনজীবী লিলিয়ানা বাকাইওকো বলেন, কয়েকজন যাত্রী ভারতে ফেরত যেতে চায়নি, কারণ তারা নিকারাগুয়া ভ্রমণের জন্য পয়সা খরচ করেছে। তবে বিমান সংস্থাটি মানব পাচারের অভিযোগ অস্বীকার করে।

কয়েক দিনের জন্য পুলিশ ভাটরি অ্যায়ারপোর্ট-এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিমান বন্দরে আটক যাত্রীদের জন্য খাবার ও গোসল করা-সহ ইত্যাদির ব্যবস্থা করে স্থানীয় কর্মকর্তা, স্বাস্থ্যসেবাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা।

এর আগে রোববার পরবর্তী সময়ে পদক্ষেপ ঠিক করার লক্ষ্যে জরুরি শুনানির জন্য টার্মিনাল বিচারক, আইনজীবী আর দোভাষী দিয়ে ভরে গেলে, বিমান বন্দর একটি অস্থায়ী আদালতে পরিণত হয়।

রোববারের শুনানিতে কয়েকজন আইনজীবী, কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং যাত্রীদের অধিকার নিয়ে প্রতিবাদ করেন। তাদের মতে, পুলিশ এবং প্রসেকিউটার অজ্ঞাত সূত্রের খবরকে অতিমাত্রায় গুরুত্ব দিয়েছে।

নিকারাগুয়াসহ কয়েকটি দেশ মানব পাচার নির্মূল করার জন্য ন্যূনতম পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের সরকার মনে করে।

নিকারাগুয়াকে অনেক লোক নিজ দেশের দারিদ্র বা সংঘাত থেকে পালাতে অভিবাসনের জন্য ব্যবহার করে, কারণ সেখানে সহজে ঢোকা যায়, এমনকি অনেক দেশের জন্য ভিসার প্রয়োজন হয় না।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি ড. ফরহাদের চৌগাছায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ইসকনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের সাইফুল হত্যাকাণ্ডে ইসকনের শোক, দায় নেবে না বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামনচালক নিহত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি

সকল