০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

ইউক্রেনে নিহত ৪র্থ রুশ জেনারেল

মেজর জেনারেল ওলেগ মিতইয়ায়েভ - ছবি : সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধে ৪র্থ এক জেনারেলকে হারালো রাশিয়ার সামরিক বাহিনী।

মঙ্গলবার মেজর জেনারেল ওলেগ মিতইয়ায়েভ নামের ওই রুশ সেনাকর্মকর্তা মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারান বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এক বার্তায় জানান, নিহত জেনারেল রুশ সামরিক বাহিনীর ১৫০তম মোটরাইজড রাইফেল ডিভিশনের প্রধান ছিলেন। এর আগে তিনি সিরিয়াতেও যুদ্ধ করেছেন।

গেরাশচেঙ্কো একইসাথে তার বার্তায় নিহত রুশ জেনারেলের লাশের ছবি যুক্ত করে দেন।

অপরদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য নিশ্চিত করা হয়নি।

এর আগে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে জেনারেল পর্যায়ের তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

৩ মার্চ রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতস্কি নিহত হন।

পরে ৭ মার্চ রুশ ৪১তম আর্মির ফার্স্ট ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ ইউক্রেনীয় শহর খারকিভের কাছে যুদ্ধে নিহত হন।

১১ মার্চ তৃতীয় রুশ জেনারেল হিসেবে রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ২৯তম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ নিহত হন।

এর আগে আফগানিস্তানে ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত সোভিয়েত রাশিয়ার আগ্রসনকালে ১০ বছরে সোভিয়েত সামরিক বাহিনীর মোট চারজন জেনারেল নিহত হয়েছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
ভোটার হালনাগাদ পরিদর্শনে ইসির উচ্চ পর্যায়ের কমিটি গঠন নওগাঁয় ১৪ লাখ ভারতীয় জাল রুপিসহ আ’লীগ নেতা গ্রেফতার রোগ প্রতিরোধ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-ডেনমার্ক ১৫ বছর পর নির্বাচিত কমিটি পেল বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন সিলেটে জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মাওলানা মুহিবুল্লাহ বরখাস্ত কর্মকর্তা ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় মূল অভিযুক্ত আটক আগরতলায় বাংলাদেশ মিশনে আবারো ভিসা সেবা চালু হচ্ছে সাংবাদিক শিল্পীর পরিবারকে হয়রানি, জড়িতদের বিচার দাবি সিএমইউজের

সকল