২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া

যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া - ছবি : সংগৃহীত

নিরাপত্তা ইস্যুসহ কৌশলগত অস্ত্রশস্ত্র হ্রাস চুক্তি (এসটিএআরটি) নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকোভ চ্যানেল ওয়ানকে এমনটি বলেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নোভাস্তি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, `মার্কিনিরা যদি প্রস্তুত থাকে, আমরা অবশ্যই আবারও আলোচনায় বসতে প্রস্তুত। এসটিএআরটি নিয়েও কাজ করতে চাই, যেটি বন্ধ রয়েছে। এটি নির্ভর করছে ওয়াশিংটনের ওপর।'

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকোভের মতে, `রাশিয়া আলোচনা বন্ধ করেনি। আমরা সরে আসিনি। ওয়াশিংটনই তা বন্ধ করেছে। মনে হচ্ছে, ওয়াশিংটনের চেয়ে এই আলোচনা আমাদের জন্যই জরুরি, আসলে বিষয়টি তেমন নয়।'

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ফোনে কথা বলবেন বলে জানা গেছে। ফোনালাপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ফ্রান্সের এলিসি প্রাসাদের বরাত দিয়ে শনিবার এমনটি জানিয়েছে সিএনএন।

এর আগে গত বৃহস্পতিবার অবশ্য ম্যাক্রোঁ এবং ওলাফ শলৎজের সঙ্গে কথা বলেন পুতিন।


আরো সংবাদ



premium cement