১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা রোগীদের সমুদ্র সৈকতে নিয়ে যাওয়ার পরামর্শ স্পেনের চিকিৎসকদের

করোনা রোগীদের সমুদ্র সৈকতে নিয়ে যাওয়ার পরামর্শ স্পেনের চিকিৎসকদের - প্রতীকী ছবি

করোনায় চিকিৎসাধীন রোগীদের কোনো সমুদ্র সৈকতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন স্পেনের চিকিৎসকরা। এতে মন ভালো থাকে। শরীরেও আরাম পায়। সুস্থ হয় শরীর। গবেষক দলের প্রধান ডাঃ জুডিথ বলেন, করোনার ফলে সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় রোগীদের মধ্যে মানসিক আতঙ্ক দেখা দিচ্ছে। এর জেরে তাদের সেরে উঠতেও দেরি হচ্ছে। এই অবস্থায় কিছুটা সময় নিয়ে সমুদ্র সৈকতে ঘুরে আসতে পারলে ভালোই হয়। সমুদ্র সৈকত থেকে ফিরে অনেক সুস্থ বোধ করছেন বলে তিনি জানিয়েছেন।

এদিকে, ফ্রান্সের সংস্থা সানোফি এদিন জানিয়েছে,তাদের তৈরি টিকার দাম ১০ ইউরোর মধ্যেই থাকবে। সংস্থার প্রধান বোগিলট বলেন, ‘এখনও দাম ঠিক হয়নি। তবে ১০ ইউরোর বেশি হবে না।’ ইতিমধ্যে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ইউরোপে আড়াই ইউরোর মধ্যে তারা করোনার টিকা বিক্রি করতে পারবে। দামবৃদ্ধি প্রসঙ্গে বোগিলট বলেন, ‘আমাদের নিজস্ব গবেষক, নিজস্ব গবেষণাগারে এই টিকা তৈরি করা হচ্ছে। তাই দাম কিছুটা বেশি পড়বে।’

অন্যদিকে, করোনা পরিস্থিতির উন্নতি হলো চীনে। গত ২০ দিন ধরে সেখানে কোনো স্থানীয় সংক্রমণ ঘটেনি। তবে বিদেশ থেকে ফেরা ১০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় শুক্রবার ১৬৮ জনের করোনা ধরা পড়েছে। গত তিন সপ্তাহে এটাই সর্বনিম্ন সংক্রমণ। ইরানেও এদিন থেকে স্কুল খুলে দেওয়া হল।
শনিবার পর্যন্ত সারা পৃথিবীতে ২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৪ হাজার ২১৮ জনের।
সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement
বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের ‘লিজ বাতিল’ সাও পলোতে প্রথম গ্লোবাল সাউথ মিডিয়া ফোরাম শুরু জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন জার্মানিতে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসিইউয়ের অর্থ পরিশোধে কমেছে রিজার্ভ বিচারব্যবস্থা বিনির্মাণে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান বিচারপতির পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শান্তর বদলে দিপু চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন সেনাবাহিনী প্রধানের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

সকল