২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রেক্সিট গণভোটের পর থেকে ইইউ দেশগুলোতে ব্রিটিশ অভিবাসন বেড়েছে ৩০ শতাংশ

- সংগৃহীত

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি) এবং ইউরোস্ট্যাট-এর তথ্য মতে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রিটেন থেকে ইইউ-তে প্রতিবছর অভিবাসনের গড় হার ছিল ৫৬ হাজার ৮৩২ জন। কিন্তু ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই গড় হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৩ হাজার ৬৪২ জন।

সমীক্ষায় আরো দেখা গেছে যে- ২০০৮ সাল থেকে ২০১৫ সালে যে হারে ব্রিটিশরা নাগরিকরা ইইউ নাগরিকত্ব নিয়েছিল, ব্রেক্সিট গণভোটের পর থেকে সেই হার প্রায় ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতে বেড়েছে প্রায় ২০০০ শতাংশ। গণভোটের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩১ হাজার ৬০০ জন ব্রিটিশ নাগরিক জার্মানির নাগরিকত্ব নিয়েছেন। ২০১৯ সালে ১৪ হাজার ৬০০ জন অর্থ্যাৎ ধারণা করা হচ্ছে এই বছরের শেষে জার্মানির নাগরিকত্ব নেয়া ব্রিটিশদের সংখ্যা প্রায় এক লাখ বিশ হাজার হতে পারে।

বার্লিনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বার্লিন সোশ্যাল সায়েন্স সেন্টারের গবেষণার সহ-লেখক ড্যানিয়েল আওয়ার বলেন, যখন কোনো দেশ কোনো বড় ধরনের অর্থনৈতিক বা রাজনৈতিক সঙ্কটে পড়বে, তখনই কেবল এই ধরনের চিত্র দেখতে পাওয়া যায়।

ইউরোপের আরেক দেশ স্পেনেও বেড়েছে ব্রিটিশদের নাগরিকত্ব নেয়ার হিড়িক। প্রায় তিন লাখ আশি হাজার ব্রিটিশ বসবাস করছেন স্পেনে। ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতিবছর মাত্র ২৩০০ জন ব্রিটিশ নাগরিক সরকারি ভাবে বা আনুষ্ঠিানিক ভাবে অভিবাসনের জন্য রেজিস্ট্রেশন করত। যদিও ব্রিটিশদের কাছে স্পেনে বসবাস, চাকরি কিংবা ব্যবসার জন্য রেজিস্ট্রেশন বাধ্যবাধকতা ছিল না। কিন্তু ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের পর সেটা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে রেজিস্ট্রেশন করেছে ২১ হাজার ২৫০ জন।

গবেষণা প্রতিষ্ঠানের সহযোগী গবেষক ডেনিয়েল টেটলো বলেন, যে সকল ব্রিটিশরা আগে থেকেই ইইউ দেশে বসবাস করছেন তারা তাদের নিরাপত্তা বা সুরক্ষার জন্য সেই দেশের নাগরিকত্ব নিচ্ছেন। আগামী ১লা জানুয়ারী ২০২১ সালের পর থেকে কি হতে যাচ্ছে ব্রিটিশদের সাথে ইইউর সম্পর্ক তা এখনো পুরোপুরি অস্পস্ট। তাই ব্রিটিশরা ব্রেক্সিট পরবর্তী যে কোন ধরনের ঝুঁকি এড়ানোর জন্য ইইউ নাগরিকত্ব কিংবা দ্বৈত নাগরিকত্বের দিকে ঝুঁকছেন।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল