রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, ৯ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২০, ২১:১৫, আপডেট: ১১ মে ২০২০, ২১:৩১
করোনা মহামারীতে ইতোমধ্যে বিপর্যস্ত রাশিয়া। সেই বিপর্যয়ের মাঝেই রাশিয়ার রাজধানী মস্কোতে আবারো একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে ৯ জন।
এদিকে অগ্নিদদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৯ জন। রোববার মধ্যরাতে দেশটির রাজধারী মস্কোর ক্রসনোগর্স্ক শহরের একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ড এক ঘণ্টা স্থায়ী ছিল।
রাশিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে- আগুনের সময় ওই ভবনে ৩৭ জন অবস্থান করছিলেন।
রাশিয়ার স্থানীয় পত্রিকার বরাত দিয়ে জানা যায়, বৃদ্ধাশ্রমে বসবাসরত বৃদ্ধদের কাছে মোবাইল ফোন না থাকায় ভবনে আগুন লাগার ঘটনা বাইরে কারো কাছে তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। কর্মীরাও সবাইকে বের করে আনতে পারেনি।
উল্লেখ্য, মস্কোতে মাত্র এক মাসের মধ্যেই দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। গত এপ্রিল মাসে হওয়া অগ্নিকাণ্ডেও প্রায় ছয় জনের প্রাণহানি ঘটে। তন্দকারীরা বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছেন। সূত্র : ক্যাম্পটন এক্সপ্রেস