২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস - ছবি : সংগৃহীত

‘দ্রুততম সময়ের মধ্যে’ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন ও মস্কো উভয়ে এই ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে।

সোমবার ১৫ সদস্য-বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ১০-০ ভোটে প্রস্তাবটি পাস হয়। পাঁচ দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের চূড়ান্ত খসড়ায় ফ্রান্স, ব্রিটেন, ডেনমার্ক ও স্লোভেনিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব কড়া কথা লেখা হয়েছিল, ভোটাভুটির আগে তা বাদ দেয়া হয়।

ফ্রান্স ও ব্রিটেন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভোটদানে বিরত থাকলেও ভেটো দেয়নি। এই দুই দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় তাদের যে কেউ ভেটো দিলে প্রস্তাবটি আটকে যেত।

জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার কাজে প্রস্তাবটি সহায়ক হিসেবে দেখছে মস্কো। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বর্তমান মার্কিন অবস্থানকে তিনি গঠনমূলক আখ্যায়িত করেন। একইসাথে তিনি ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেন।

নেবেনজিয়া বলেন, ইউরোপীয়রা শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে চেয়েছিল। ইউক্রেন ও তার ইউরোপীয় পৃষ্ঠপোষকরা এখনো কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে চায় বলে তিনি অভিযোগ করেন।

জাতিসঙ্ঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি বলেন, যারা ইউক্রেনে টেকসই শান্তি চান তাদের উচিত কিয়েভের মেয়াদ উত্তীর্ণ সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করা। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কো শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে তাকে সার্বিক সহযোগিতা করা।

প্রস্তাব পাসের পর এটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ডরোথি শেয়া। তিনি বলেন, প্রস্তাবটিকে ইউক্রেন ও রাশিয়াসহ গোটা আন্তর্জাতিক সমাজের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যত বিনির্মাণে কাজে লাগাতে হবে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতেই পিলখানা হত্যাকাণ্ড : ফখরুল ইসলাম শহীদ আবু সাইদের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ চাঁদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল সরকারি চাকরিতে ফ্যাসিবাদের কোনো দোসরকে বিবেচনার সুযোগ নেই : বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে : গভর্নর নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

সকল