মস্কোতে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর রাশিয়া ও ইরানের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৫
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন, যা বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাপ্রাপ্ত দু’টি দেশের মধ্যে অংশীদারিত্বকে আরো গভীর করেছে।
ইরান ও রাশিয়ার কর্মকর্তারা বলছেন, এই ’কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, সংস্কৃতি এবং শিক্ষা ক্ষেত্রগুলোকেও অন্তর্ভুক্ত করে।
শুক্রবার মস্কোতে পেজেশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এই চুক্তিকে ’রাশিয়া, ইরানসহ সমগ্র অঞ্চলের স্থিতিশীল ও টেকসই উন্নয়নের জন্য পরিস্থিতি তৈরির একটি বাস্তব অগ্রগতি’ হিসেবে প্রশংসা করেন।
ক্রেমলিন এর আগে বলেছিল, এই চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে ’সামরিক-রাজনৈতিক এবং বাণিজ্য-অর্থনৈতিক’ সম্পর্ককে আরো উন্নত করবে। তবে চুক্তির সুনির্দিষ্ট বিষয়গুলো এখনো অপ্রকাশিত রয়েছে।
পেজেশকিয়ান বলেন, দু’দেশ সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।
নেতারা বলেন, দু’দেশ রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, পরিবহন এবং জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা