১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন

রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন - ছবি : সংগৃহীত

রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে বুধবার ইউক্রেন প্রতিরোধমূলকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী হারম্যান হালুশচেনকো। মার্কিন বার্তাসংস্থা এপি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক বার্তায় বলেন, শত্রুরা ইউক্রেনীয়দের আতঙ্কিত করে রেখেছে।’

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানান, বুধবার ভোরে পশ্চিম লভিভ অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

লভিভের আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি জানান, দ্রোহোবিচ ও স্ত্রাই এলাকায় রাশিয়া দু’টি অবকাঠামোগত স্থাপনায় আঘাত করেছে এবং ক্ষতিগ্রস্থ করেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনারগো খারকিভ, সুমি, পোলতাভা, জাপোরিঝিয়া, দিনিপ্রোপেত্রোভস্ক এবং কিরোভোহ্রাদ অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নের খবর দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মস্কো ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনে। এর মধ্যে কমপক্ষে ৩০টিকে ভূপাতিত করা হয়েছে। তিনি আরো জানান যে হামলায় প্রায় ৭০টি ড্রোন ব্যবহার করা হয়। কতগুলো ড্রোন এর মধ্যে ভূপাতিত করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্তে অবস্থিত রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একাধিক পশ্চিমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করার ঠিক একদিন পর এই হামলাটি ঘটল। একটি অনলাইন বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে যে আক্রমণটির ’জবাব দেয়া হবে।’ তবে কিয়েভ হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

সূত্র : এপি নিউজ


আরো সংবাদ



premium cement
স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের বেনাপোলে আ’লীগের হামলায় নিহত বিএনপি নেতার লাশ আড়াই বছর পর উত্তোলন

সকল