ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৮
ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অঞ্চলের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় বলেন, ‘সাধারণ মানুষ কষ্ট পাবে জেনেও শহরে বিমান হামলা চালানোর চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, হামলায় বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ভেঙে পড়া অংশগুলো যাত্রীবাহী একটি ট্রাম ও বাসে আঘাত করেছে।
আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানান, রুশ বাহিনী দুপুরের শহরের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এই হামলায় অন্তত দু’টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের সময় মস্কো প্রায়ই বেসামরিক অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে। তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার কথা তারা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।
এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাশিয়ার অভ্যন্তরে একটি জ্বালানি সংরক্ষণাগারে আঘাত করেছে। এ হামলার ফলে রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র সরবরাহকারী স্থাপনায় আগুন ধরে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা