১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ - সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অঞ্চলের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় বলেন, ‘সাধারণ মানুষ কষ্ট পাবে জেনেও শহরে বিমান হামলা চালানোর চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না।’

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, হামলায় বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ভেঙে পড়া অংশগুলো যাত্রীবাহী একটি ট্রাম ও বাসে আঘাত করেছে।

আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানান, রুশ বাহিনী দুপুরের শহরের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এই হামলায় অন্তত দু’টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের সময় মস্কো প্রায়ই বেসামরিক অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে। তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার কথা তারা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাশিয়ার অভ্যন্তরে একটি জ্বালানি সংরক্ষণাগারে আঘাত করেছে। এ হামলার ফলে রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র সরবরাহকারী স্থাপনায় আগুন ধরে যায়।


আরো সংবাদ



premium cement
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার

সকল