০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা

রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলেছে, দেশটির একটি সু-৩৪ সুপারসনিক বোমার বিমান সু-৩৫এস এর সাথে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা চালিয়েছে।

সু-৩৪ যুদ্ধ বিমানটি ঘাঁটি থেকে বহুমুখী যুদ্ধ বিমান সু-৩৫ এস’র সাথে ঘাঁটি থেকে উড়ে যায় এবং কুরস্কে ইউক্রেনের শক্তিশালী অবস্থানে বোমা নিক্ষেপ করে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, সু-৩৪ এর এই হামলাতে বিশ্বজনীন পরিকল্পনা এবং কারেকশান মডিউল ব্যবহার করা হয়েছে।

অভিযান শেষে সম্পূর্ণ দলটি তাদের ঘাঁটিতে ফিরেছে। যে অভিযানকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সফল বলছে। সুপারসনিক বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement