ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৫১
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ স্থগিত করতে বা ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েন করার বিষয়ে রাজি হবে না রাশিয়া। সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা এই দু’টি প্রস্তাব দিয়েছেন।
রুশ বার্তা সংস্থা তাস-এ আজ (সোমবার) প্রকাশিত এক সাক্ষাত্কারে ল্যাভরভ বলেন, ইউক্রেন সঙ্ঘাত সমাধান নিয়ে আলোচনার বিষয়ে রাশিয়া ট্রাম্পের টিমের কাছ থেকে কোনো সংকেত পায়নি।
তিনি বলেন, ‘আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত ছিলাম এবং আছি। তবে কার সাথে এবং কী আচরণ করতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ।’
ল্যাভরভ বলেন, যদি মার্কিন পরবর্তী প্রশাসনের সাথে আলোচনা হয় তাহলে গণমাধ্যমে প্রকাশ হওয়া ট্রাম্পের টিমের সদস্যদের দেয়া প্রস্তাবকে মস্কো গ্রহণ করবে না।
নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেন সঙ্কটের দ্রুত কূটনৈতিক সমাধান করবেন। তবে কখনো পরিষ্কার করে বলেননি কিভাবে এই লক্ষ্য তিনি অর্জন করবেন।
গত নভেম্বরে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়, ট্রাম্পের উপদেষ্টারা ইউক্রেন সঙ্কট সমাধানের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছেন। এই পরিকল্পনায় তারা ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার ব্যাপারে দুই দশক দেরি করার প্রস্তাব করেছেন। এছাড়া, বর্তমান ফ্রন্টলাইনে স্থবিরতা আনা এবং একটি নিরস্ত্রীকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে যার নিয়ন্ত্রণ থাকবে ইউরোপীয় মিত্র দেশগুলোর শান্তিরক্ষীদের হাতে।
তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে শুধুমাত্র নির্ভরযোগ্য ও বৈধ বাধ্যতামূলক চুক্তির মাধ্যমে, যাতে চলমান সঙ্কটের মূল কারণকে চিহ্নিত করা হবে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা