২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ

ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ - সংগৃহীত

গত মাসে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ায় সরকারকে দায়-দায়িত্ব নেয়ার দাবিতে রোববার সার্বিয়ার রাজধানীতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারীদের দাবি ছাদ ধসের জন্য নেতাদের দায়িত্ব নিতে হবে।

সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। দেশব্যাপী বিক্ষোভকালে অনেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগ এনেছেন।

রোববারের বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিয়েছে। ছাত্ররা নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালন করে।

নীরবতার পর ‘বিক্ষোভকারীরা শিস এবং ভুভুজেলা’ বাজিয়ে স্লাভিজা স্কয়ার দখল করে। এই সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণায় জানিয়েছে, বিক্ষোভে ২৯ হাজার লোক অংশ নিয়েছিল।

বিক্ষোভকারীরা ‘রাষ্ট্র হলো শিশুদের সম্পত্তি’ এবং ‘বিক্ষোভ হলো পরীক্ষা’ লেখা সম্বলিত ব্যানার নিয়ে প্রধানমন্ত্রী এবং নোভি সাদের মেয়রের পদত্যাগ দাবি জানিয়েছেন। একই সাথে তারা দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ও দাবি জানিয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাজার (২৪) বলেছেন, ‘ছাত্রদের সবকটি দাবি সরকারকে মেনে নিতে হবে। ছাত্রদের এই বিক্ষোভ কর্মসূচিতে কৃষক, অভিনেতা ও সর্বস্তরের জনগণ অংশ নিয়েছিলেন।

পেনশনভোগী নেনাদ রাদোভানোভিচ বলেছেন, ‘এই মুহূর্তে শিক্ষার্থীদের সমর্থন দেয়া অত্যন্ত জরুরি।’

ছাত্ররা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ রাখার এবং আগের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে।

এদিকে বিক্ষুদ্ধ ছাত্রদের শান্ত করার জন্য কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের ভর্তুকি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার শুক্রবার শীতকালীন ছুটি ঘোষণা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখে বলেছে, তাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। সারাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদেই শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement