আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই : ডাবলিন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৮
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ের জানিয়েছেন, আয়ারল্যান্ডে তেল আবিবের দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।
আয়ারল্যান্ডের ইসরাইল-বিরোধী নীতির কারণে গত রোববার দূতাবাস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, তার দেশ আগের মতোই গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের সমালোচনা অব্যাহত রাখবে এবং ইসরাইল আয়ারল্যান্ডের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না।
পার্সটুডে আরো জানিয়েছে, হ্যারিস ডাবলিনে ইসরাইলি দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তকে ‘জনমতকে বিভ্রান্ত করার কূটনীতি’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘আপনি কি জানেন কোন বিষয়টি নিন্দনীয়? গাজায় শিশুদের হত্যা করা, বেসামরিক লোকদের হত্যা করা, মানুষকে ক্ষুধায় অনাহারে ফেলে রাখা এবং মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয়া ইত্যাদি অপরাধ আমার মতে নিন্দনীয়।
হ্যারিস আরো বলেন, সবাই আয়ারল্যান্ডের অবস্থান জানতে চায়। কিন্তু ইসরাইলি পদক্ষেপের ব্যাপারে কী? নেতানিয়াহু যে গাজার নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে যেসব অপকর্ম করেছেন সে সম্পর্কে কী? এগুলো ধ্বংসাত্মক কূটনীতি।
উল্লেখ্য, গত রোববার ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ের আয়ারল্যান্ডের ইসরাইল-বিরোধী নীতির কথা উল্লেখ করে ডাবলিনে তেল আবিব দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
গত মে মাসে আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের পর ইসরাইল ডাবলিন থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।
গত সপ্তায় আয়ারল্যান্ড ঘোষণা করেছে, তারা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় যুক্ত হয়েছে। ওই মামলায় গাজায় গণহত্যার অপরাধে ইসরাইলকে অভিযুক্ত করা হয়েছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা