রুশ জেনারেলকে হত্যার কৃতিত্ব দাবি ইউক্রেনের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৫
মস্কোতে এক সিনিয়র রুশ জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনের সামনে রিমোট কন্ট্রোলড বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যা করেছে বলে মঙ্গলবার দাবি করেছে ইউক্রেন।
এ বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারসহ দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার কর্মকর্তারা।
দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ ও তার ডেপুটি দক্ষিণ-পূর্ব মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বোমাটি ভবনের প্রবেশপথের কাছে পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো ছিল।
বিস্ফোরণস্থলের এক ভিডিওতে আগুনে পোড়া চূর্ণবিচূর্ণ ইট ও ভাঙা জানালা দেখা গেছে। প্রায় তিন বছরের যুদ্ধে রুশ বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে ইউক্রেন কিরিলভকে অভিযুক্ত করার ঠিক এক দিন পর এই বোমা হামলা হয়েছে।
গত অক্টোবরে ব্রিটেনও কিরিলভের ওপর ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে ‘বর্বর’ রাসায়নিক অস্ত্র মোতায়েনে সহায়তার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে।
সূত্র : ভিওএ