১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিস্ফোরণে নিহত রাশিয়ার পারমাণবিক নিরাপত্তা বাহিনীর প্রধান

রাশিয়ার পারমাণবিক নিরাপত্তা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ - ছবি : আল-জাজিরা

মস্কোতে এক বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক নিরাপত্তা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোতে পারমাণবিক নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকা একজন সিনিয়র জেনারেল বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে মঙ্গলবার রিয়াজানস্কি প্রসপেক্টর এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়।

তদন্ত কমিটি আরো জানিয়েছে, এ বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ ও তার সহকারী নিহত হয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা দুটি রক্তাক্ত লাশ দেখা গেছে।

এদিকে গতকাল সোমবার নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে।

এর আগে অক্টোবরে যুদ্ধক্ষেত্রে বিষাক্ত শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য কিরিলভ ও পারমাণবিক নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
গাজার ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে : আইরিশ পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল ইয়েমেনের হাউছিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার : বিগ্রেডিয়ার সাখাওয়াত শেখ হাসিনাসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে : সিইসি দেশের প্রথম আইসিএসআই শিশুর ২১তম জন্মদিন পালন ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ভানুয়াতুর মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা পঞ্চদশ সংশোধনীর যা যা বাতিল হয়েছে নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত বঙ্গোপসাগরে লঘুচাপ, যে আভাস দিলো আবহাওয়া অফিস

সকল