১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিস্ফোরণে নিহত রাশিয়ার পারমাণবিক নিরাপত্তা বাহিনীর প্রধান

রাশিয়ার পারমাণবিক নিরাপত্তা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ - ছবি : আল-জাজিরা

মস্কোতে এক বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক নিরাপত্তা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোতে পারমাণবিক নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকা একজন সিনিয়র জেনারেল বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে মঙ্গলবার রিয়াজানস্কি প্রসপেক্টর এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়।

তদন্ত কমিটি আরো জানিয়েছে, এ বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ ও তার সহকারী নিহত হয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা দুটি রক্তাক্ত লাশ দেখা গেছে।

এদিকে গতকাল সোমবার নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে।

এর আগে অক্টোবরে যুদ্ধক্ষেত্রে বিষাক্ত শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য কিরিলভ ও পারমাণবিক নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : রুমিন ফারহানা স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, বাইডেনের নিন্দা মস্কোতে আবাসিক ভবনের কাছে বিস্ফোরণে নিহত ২ ‘শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে দেখাই প্রধান উপদেষ্টার স্বপ্ন’ রংপুর পুলিশ লাইন্স স্কুলে চালু হচ্ছে উন্নত মম শীর নামে নজরুল স্কয়ার ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী আহত আফ্রিকার বর্ষসেরা ফুটবলার লুকমান পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ যুক্তরাষ্ট্র-চীন একসাথে কাজ করলে বড় সাফল্য অর্জন সম্ভব : চীনের পররাষ্ট্রমন্ত্রী গত ১৫ বছরের নির্বাচন স্পষ্ট প্রহসন : ধর্ম উপদেষ্টা

সকল