১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৪ সালে ৫৪ সাংবাদিককে হত্যা

- ছবি : বাসস

সারা পৃথিবীতে ২০২৪ সালে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে ৫৪ জন সাংবাদিক খুন হয়েছে।

রিপোর্টারস উইদাউট বর্ডারসকে (আরএসএফ) উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসরকারি সংস্থা প্রেস ফ্রিডম এনজিও-এর মতে, এদের মধ্যে ১৮ জনের মৃত্যুর জন্য দায়ী ইসরাইলি সেনাবাহিনী। যাদের ১৬ জন মারা গেছে গাজায়, আর দুইজন লেবাননে।

রিপোর্টারস উইদাউট বর্ডারস তার বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপদজনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরাইলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগও দাখিল করেছে।

আরএসএফ বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিকককে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জন কর্মরত অবস্থায় মারা যায়।

এই অভিযোগ অস্বীকার করে ইসরাইলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছে, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে। এ সংখ্যা সত্যি হতে পারে না, আমরা বিশ্বাস করি না যে রিপোটার্স উইদাউট বর্ডারস সঠিক (আরএসএফ)।’

গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান। যেখানে ২৪ সালে সাতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফের মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো।

এর আগে, ২০২৩ সালে পৃথিবীব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫। এছাড়া ২৪ সালে ৫৫০ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরাইল।

বিশ্বব্যাপী ৫৫ জন সাংবাদিক জিম্মি হিসেবে আটক আছে। যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেট জিহাদিদের হাতে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারকলিপি জনআকাঙ্ক্ষা ও সরকারের পথচলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা

সকল