ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি বাইডেনের, পাল্টা পদক্ষেপ পুতিনের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ নভেম্বর ২০২৪, ১৮:২৪
ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণুনীতিতে পরিবর্তনের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রুশ গণমাধ্যম মস্কো টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে। এ বিষয়ে ক্রেমলিন সতর্ক করে বলেছে, এটি দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত করবে। আর ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেবে বলেও জানিয়ে দেয়।
এদিকে, এই উত্তেজনাকর পরিস্থিতিতে রুশ পরমাণুনীতিতে পরিবর্তনের অনুমতি দিয়েছেন পুতিন। নতুন নিয়মানুসারে, কোনো পরমাণু শক্তিধর দেশ যদি পরমাণু নেই এমন দেশকে সাপোর্ট করে, তাহলে ওই দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। তার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে নেয়া এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে পরামর্শ পেয়েছেন কিনা বা তিনি এই সিদ্ধান্ত বহাল রাখবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন।
সূত্র : মস্কো টাইমস ও বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা