দুই বছরের মধ্যে প্রথম ফোনালাপ করলেন পুতিন ও জার্মান চ্যান্সেলর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৮
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর ওরাফ শোলয দুই বছরের মধ্যে প্রথমবারের মতো টেলিফোনে আলাপ করেছেন।
শুক্রবার দুই নেতা রাশিয়া-ইউক্রেনের চলমান সঙ্ঘাত এবং মস্কো ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে কথা বলেন। জার্মান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এ খবর দিয়েছে।
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হাবেস্তারিত এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুই নেতা প্রায় এক ঘণ্টা আলাপ করেন।
হাবেস্তারিতের বক্তব্য অনুসারে, জার্মান চ্যান্সেলর ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় বসার প্রস্তুতি নেয়ার জন্য রাশিয়ার প্রতি পীড়াপীড়ি করেন।
তিনি বলেন, একটি ন্যায্য এবং টেকসই শান্তির জন্য এই ধরনের আলোচনা জরুরি।
ফোনালাপে জার্মান নেতা বলেন, যতক্ষণ প্রয়োজন জার্মানি ততক্ষণ কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও পুতিনকে জানিয়েছেন। সাথে সাথে চলমানের সঙ্ঘাতের অবসান এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করার জন্য ওলাফ শোলয পুতিনের প্রতি আহ্বান জানান।
তবে এই ফোনালাপে পুতিন কী বলেছেন সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। জার্মান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুই নেতা যোগাযোগ রাখার ব্যাপারে একমত হয়েছেন।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা